সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

নকল ওষুধ তৈরির অভিযোগ চিকিত্সক দম্পতি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নকল ওষুধ তৈরির অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের চিকিত্সক দম্পতিসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন— সিটি করপোরেশনের উত্তর কাট্টলীর জোনাল মেডিকেল অফিসার এইচ এম নজিরুল হক হোসেন এবং তার স্ত্রী মোস্তফা হাকিম মাতৃসদন হাসপাতালের ডা. জান্নাতুল মাওয়া, আবদুল জলিল, আল আমিন ও রুহুল আমিন। এ সময় বিপুল পরিমাণ ভেজাল ওষুধ এবং ওষুধ তৈরির কাঁচামাল উদ্ধার করা হয়। গতকাল বিকালে নগরীর পাহাড়তলী থানাধীন কাট্টলী এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। পাহাড়তলী থানার ওসি জানান, উত্তর কাট্টলীর একটি বাসায় নকল ওষুধ তৈরি হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় হাতেনাতে তিনজনকে আটকের পর সিটি করপোরেশনের আরও দুই চিকিত্সককে গ্রেফতার করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর