সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

মেয়র প্রার্থী হয়েছেন স্বল্প ও স্বশিক্ষিতরা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

মেয়র প্রার্থী হয়েছেন স্বল্প ও স্বশিক্ষিতরা

বরিশাল বিভাগের ছয় জেলার ১৭ পৌরসভায় অনুষ্ঠেয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থীদের বেশির ভাগই উচ্চশিক্ষিত। তবে স্বল্প শিক্ষিত এবং স্বশিক্ষিত প্রার্থীও কম নয়। ৫৫ মেয়র প্রার্থীর মধ্যে ২৩ জনই উচ্চশিক্ষিত। অন্যরা এইচএসসি, এসএসসি, নবম এবং অষ্টম শ্রেণির গণ্ডি পার করেছেন। স্বশিক্ষিত মেয়র প্রার্থীও রয়েছেন। বরিশাল জেলার মুলাদি পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান মেয়র শফিক-উজ্জামান রুবেল বিএ, বিএনপির আসাদ মাহমুদ এসএসসি এবং ইসলামী আন্দোলনের মঞ্জুর হোসেন কামিল পাস করেছেন। আর ওয়ার্কার্স পার্টির প্রার্থী সেলিম আহমেদ চৌকিদার অষ্টম শ্রেণির গণ্ডি পার করেছেন মাত্র।

বাকেরগঞ্জ পৌরসভায় বর্তমান মেয়র ও আওয়ামী লীগ প্রার্থী লোকমান হোসেন ডাকুয়া, বিএনপির মতিউর রহমান মোল্লা ও এনপিপির মাহাবুব আলী হাওলাদার এইচএসসি এবং ইসলামী আন্দোলনের হেমায়েতউদ্দীন হাওলাদার অষ্টম শ্রেণি পাস। বানারীপাড়ায় আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল এমএসএস, বিএনপির গোলাম মাহামুদ ও ওয়ার্কার্স পার্টির মন্টু লাল কুণ্ডু এমএ এবং ইসলামী আন্দোলনের প্রার্থী জালিস মাহামুদ মৃধা এইচএসসি পাস। মেহেন্দিগঞ্জে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান মেয়র কামাল উদ্দিন খান বিএ এবং বিএনপির গিয়াসউদ্দীন দীপেন এমএসএস ডিগ্রিধারী। অপর প্রার্থী জাহাঙ্গীর হোসেন খোকন গাজী স্বশিক্ষিত। গৌরনদীর বর্তমান মেয়র ও আওয়ামী লীগ প্রার্থী হারিছুর রহমান হারিছ এমএসএস, বিএনপির শরীফ শফিকুর রহমান স্বপন বিএ, এনপিপির মো. তুহিন দাখিল পাস এবং ইসলামী আন্দোলনের ওবায়দুল হক মিয়া স্বশিক্ষিত। উজিরপুরে আওয়ামী লীগের গিয়াস উদ্দীন বেপারি বিএ এবং বিএনপির শহিদুল ইসলাম খান এইচএসসি পাস। অপর প্রার্থী আবদুল মান্নান হাওলাদার স্বশিক্ষিত। বরগুনা পৌরসভায় আওয়ামী লীগের কামরুল আহসান এলএলবি, বিএনপির এস এম নজরুল ইসলাম বিকম, আওয়ামী লীগের বিদ্রোহী শাহজাহান এমকম, বর্তমান মেয়র ও আওয়ামী লীগের বিদ্রোহী শাহাদাত্ হোসেন এইচএসসি পাস। বেতাগী পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী এবিএম গোলাম কবীর এমবিএ, বিএনপির হুমায়ুন কবীর বিএ, আবদুল জলিল হাওলাদার ও নাসির উদ্দীন এসএসসি পাস এবং কামরুজ্জামান স্বশিক্ষিত। পিরোজপুরের স্বরূপকাঠির বর্তমান মেয়র ও বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম ফরিদ এসএসসি, গোলাম কবীর বিএ এবং সিদ্দিকুর রহমান স্বশিক্ষিত। পিরোজপুর সদর পৌরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হওয়া হাবিবুর রহমান মালেক বিএ পাস করেছেন। ঝালকাঠির নলছিটি পৌরসভার আওয়ামী লীগের তছলিম উদ্দীন চৌধুরী এসএসসি, বিদ্রোহী মাসুম হোসেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আবু সাঈদ মোস্তফা কামাল বিএ, কে এম মাসুদ অষ্টম শ্রেণি, বিএনপির প্রার্থী ও বর্তমান মেয়র মজিবুর রহমান এসএসসি, ইসলামী আন্দোলনের আবদুল আজিজ খান অষ্টম শ্রেণি এবং স্বতন্ত্র জাহাঙ্গীর আলম লাভলু বিএ পাস। ভোলা সদর পৌরসভার বর্তমান মেয়র ও আওয়ামী লীগের প্রার্থী মনিরুজ্জামান মনির এবং বিএনপির প্রার্থী হারুনর রশিদ খান বিএ পাস। বোরহান উদ্দিনের বর্তমান মেয়র আওয়ামী লীগের প্রার্থী রফিকুল ইসলাম বিএ এবং বিএনপির মনিরুজ্জামান কবির এইচএসসি পাস। দৌলতখানে আওয়ামী লীগ প্রার্থী জাকির হোসেন স্বাক্ষর জ্ঞানসম্পন্ন, বিদ্রোহী আলমগীর হোসেন অষ্টম শ্রেণি এবং বিএনপির আনোয়ার হোসেন এসএসসি পাস করেছেন। পটুয়াখালীর কুয়াকাটায় আওয়ামী লীগের প্রার্থী আবদুল বারেক মোল্লা নবম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। বিএনপির আবদুল আজিজ এসএসসি, জাতীয় পার্টির আনোয়ার হাওলাদার এবং স্বতন্ত্র নূরুল ইসলাম অষ্টম শ্রেণি, স্বতন্ত্র শেখ মো. মাইনুল ইসলাম মান্নান ও এনপিপির রাবেয়া খাতুন কামিল পাস। কলাপাড়া পৌরসভায় আওয়ামী লীগের বিপুল চন্দ্র হাওলাদার, বিএনপির হুমায়ুন কবির ও জাতীয় পার্টির মাসুম খান এইচএসসি পাস করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর