শিরোনাম
সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রকাশের দাবি শমী কায়সারের

নিজস্ব প্রতিবেদক

শহীদ বুদ্ধিজীবী-সাংবাদিক শহীদুল্লাহ কায়সারের মেয়ে ও অভিনেত্রী শমী কায়সার বলেছেন, শহীদ বুদ্ধিজীবীদের সঠিক তালিকা দ্রুত প্রকাশ করতে হবে। শহীদ মুক্তিযোদ্ধার তালিকা এখনো প্রকাশ না করায় ক্ষুব্ধ শমী কায়সার আরও বলেন, মানবতাবিরোধী অপরাধীদের বিচার শেষ হলে আদর্শ ও চিন্তার যুদ্ধ শুরু হবে। সেই যুদ্ধে যাতে আমরা জয়লাভ করতে পারি, সেজন্য নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ সাংবাদিকদের আত্মত্যাগের কথা পৌঁছে দিতে হবে।

গতকাল বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের সেমিনার কক্ষে ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ সাংবাদিক’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে এসব কথা বলেন শমী কায়সার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর