শিরোনাম
সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

৩২ লাখের আশায় ৬০ হাজার টাকা খোয়ালেন এক নারী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে গ্রামীণফোনের ৩২ লাখ টাকার লটারি জেতার মিথ্যা তথ্য দিয়ে বিকাশের মাধ্যমে এক নারীর কাছ থেকে ৬০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা। শনিবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর বটতলা হালিমা খাতুন বালিকা বিদ্যালয়ের সামনের বিকাশ এজেন্ট থেকে টাকা পাঠায় কাজী কুঞ্জের বাসিন্দা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মামুন হোসেনের স্ত্রী হাসিনা। হাসিনার স্বামী মামুন হোসেন জানান, অপরিচিত একটি নম্বর থেকে তার স্ত্রীকে ফোন করে গ্রামীণফোনের ৩২ লাখ টাকার লটারি জেতার কথা জানায় প্রতারক চক্র। এ সময় একটি নম্বরে ৬০ হাজার টাকা বিকাশে পাঠানোর অনুরোধ করে। হাসিনা তড়িঘড়ি করে পাশের বিকাশ এজেন্ট থেকে ওই নম্বরে ৬০ হাজার টাকা পাঠায়। দীর্ঘক্ষণেও উপহারের টাকা না আসায় সন্দেহ হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর