সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

কার্বন হ্রাসের মতৈক্যে ইউনূসের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক

কার্বন হ্রাসের মতৈক্যে ইউনূসের অভিনন্দন

প্যারিসে অনুষ্ঠিত বৈশ্বিক জলবায়ু সম্মেলনে কার্বন হ্রাসের ব্যাপারে মতৈক্যে পৌঁছায় বিশ্বনেতাদের অভিনন্দন জানিয়েছেন শান্তিতে নোবেল জয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস।

গতকাল রাজধানীর ইউনূস সেন্টার থেকে পাঠানো এক বার্তায় উল্লেখ করা হয়েছে, অভিনন্দনে প্রফেসর ইউনূস বলেছেন, ‘পৃথিবীর ইতিহাসে এটি একটি অবিস্মরণীয় মুহূর্ত!

আমাদের গ্রহটিকে রক্ষা করার জন্য প্যারিস সম্মেলনে পৃথিবীর সব জাতি একযোগে পদক্ষেপ নিতে একমত হয়েছে। এই বৈশ্বিক মতৈক্য

পৃথিবীকে শক্তি জোগাবে। এই গ্রহের অধিবাসী হিসেবে এই উদ্যোগকে নির্ধারিত সময়ের আগেই বাস্তবে রূপায়িত করা এখন আমাদের

ওপর নির্ভর করছে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর