সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

সরকারি ৮ দুগ্ধ খামারে ব্যাপক দুর্নীতি-অনিয়ম

সংসদীয় কমিটিতে ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

সংসদীয় সাব-কমিটির তদন্তে মিল্কভিটাসহ সরকারি আটটি দুগ্ধ খামারে ব্যাপক দুর্নীতি, স্বজনপ্রীতি ও অনিয়মের ঘটনা ধরা পড়েছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সংক্রান্ত সাব-কমিটির তদন্ত প্রতিবেদন পেশ করা হয়। প্রতিবেদনের সুপারিশগুলো দ্রুত বাস্তবায়নের জন্য মন্ত্রণালয়ের সচিব ও প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালককে ব্যবস্থা গ্রহণের জন্য বৈঠকের তরফ থেকে সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মীর শওকাত আলী বাদশা। বৈঠকের তরফ থেকে প্রাকৃতিক দুর্যোগকালীন সময়ে মৃত্যুবরণকারী জেলেদের পুনর্বাসন প্রক্রিয়া অব্যাহত রাখা, মত্স্য ও প্রাণিজ পণ্যের আমদানি ও রপ্তানির ক্ষেত্রে নজরদারি ও স্বাস্থ্য বিষয়ক সনদ প্রদানের বিষয়ে সতর্ক থাকা, কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম ইন বাংলাদেশ প্রকল্পের প্রশিক্ষিত কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তরের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে পত্র প্রদানের সুপারিশ করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর