সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

ছয় সচিব পদে রদবদল

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা, ভূমি এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার ইউনিট এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে দুজনকে ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে। পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সচিব মর্যাদার আরেক কর্মকর্তাকে। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। শিক্ষা সচিব হয়েছেন বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর মো. সোহরাব হোসাইন।

প্রাথমিক ও গণশিক্ষা সচিব মেছবাহ উল আলমকে করা হয়েছে ভূমি সচিব। পরিকল্পনা কমিশনের সদস্য মো. হুমায়ুন খালিদকে করা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা সচিব। ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রব হাওলাদারকে পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়েছে। এ ছাড়া বহির্গমন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক এন এম জিয়াউল আলমকে করা হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব (সমন্বয় ও সংস্কার)। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব নাজিমউদ্দিন চৌধুরীকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর