মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

বিশ্ববিদ্যালয় এখন শিক্ষিত মানুষের বস্তি

------- সিরাজুল ইসলাম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, বিশ্ববিদ্যালয়গুলো বর্তমানে শিক্ষিত মানুষের বস্তিতে পরিণত হচ্ছে। বস্তিতে যে সংস্কৃতি আছে, এখানে তা হচ্ছে। হানাহানি, কলহ, ছিনতাই ও রাহাজানি হচ্ছে। ছাত্ররা নারী লাঞ্ছনা করছে, এমন খবরও শুনতে হচ্ছে। গতকাল সন্ধ্যায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাংলা একাডেমিতে একক বক্তৃতা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলা একাডেমি আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক রফিকুল ইসলাম। অনুষ্ঠানে আবু হেনা মোস্তফা কামাল রচিত ‘মুনির চৌধুরীর প্রতি  খোলা চিঠি’ থেকে কিছু অংশ পাঠ করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার।

সর্বশেষ খবর