শনিবার, ১৯ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
অভিবাসী দিবসে মন্ত্রী

প্রতি উপজেলায় ট্রেনিং ইনস্টিটিউট করা হবে

নিজস্ব প্রতিবেদক

দক্ষ মানবসম্পদ তৈরিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রতিটি উপজেলায় ট্রেনিং ইনস্টিটিউট স্থাপন করা হবে। এরই মধ্যে ঢাকার বাইরে দেশের ৪৭টি স্থানে ট্রেনিং ইনস্টিটিউট নির্মিত হয়েছে। আরও ৪০টি স্থানে নির্মাণ করা হচ্ছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন গতকাল আন্তর্জাতিক অভিবাসী দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। তিনি বলেন, প্রশিক্ষণের ওপর জোর দেওয়া এবং প্রশিক্ষণসংক্রান্ত অবকাঠামো নির্মাণের ফলে আগের চেয়ে বেশি প্রশিক্ষিত জনগণ বিদেশে যাচ্ছে। এতে কর্মীদের ঝুঁকি কমেছে এবং রেমিট্যান্স বেড়েছে।

সর্বশেষ খবর