সোমবার, ২১ মার্চ, ২০১৬ ০০:০০ টা

‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন পদ্ধতিতে শিক্ষক নিয়োগ এপ্রিলে শুরু’

নিজস্ব প্রতিবেদক

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, আগামী এপ্রিল মাসে নতুন পদ্ধতিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগপ্রক্রিয়া শুরু হবে। তিনি গতকাল শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনের মাধ্যমে শিক্ষক নিয়োগের কার্যক্রম পরিচালনা করতে ওই অনুষ্ঠানে মোবাইল অপারেটর টেলিটকের সঙ্গে চুক্তি করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

এসময় শিক্ষামন্ত্রী বলেন, নতুন পদ্ধতিতে অনলাইনের মাধ্যমে যোগ্য প্রার্থী বাছাই করে মেধারভিত্তিতে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এতদিন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে পরিচালনা কমিটির একচ্ছত্র ক্ষমতা ছিল। সম্প্র্রতি সরকার শিক্ষক নিয়োগে পরিচালনা কমিটির একচ্ছত্র ক্ষমতা খর্ব করে। সারা দেশে শূন্য পদের ভিত্তিতে প্রণীত তালিকা অনুসরণ করে এনটিআরসিএ শিক্ষক নিয়োগ দেওয়ার ক্ষেত্রে উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ের মেধা তালিকা বিবেচনা করবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর