শিরোনাম
সোমবার, ২১ মার্চ, ২০১৬ ০০:০০ টা

শ্যালা নদীতে নৌ-চলাচল বন্ধের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

সুন্দরবনের শ্যালা নদীতে দ্বিতীয়বার কয়লাবাহী জাহাজ ডুবির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে সুন্দরবন রক্ষায় অবিলম্বে শ্যালা নদীতে স্থায়ীভাবে নৌ-চলাচল বন্ধ করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে দ্রুত পূর্ণাঙ্গভাবে মংলা ঘষিয়াখালী চ্যানেল চালু করতে নৌপরিবহন মন্ত্রণালয়কে তাগাদাপত্র দেওয়ার সুপারিশ করেছে কমিটি। এ ছাড়া জলবায়ু তহবিলের টাকায় পরিচালিত প্রকল্পের বিরুদ্ধে অভিযোগ থাকায় কমিটি প্রকল্প মনিটরিং জোরদার করার সুপারিশ করে। পাশাপাশি বন বিভাগের লোক নিয়োগসহ জলবায়ু ট্রাস্ট ফান্ডের এমডির একান্ত সচিব নিয়োগ দুর্নীতি তদন্তে তিন সদস্যবিশিষ্ট সংসদীয় তদন্ত কমিটি গঠন করা হয়। সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়।  বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মোহাম্মদ হাছান মাহমুদ। কমিটির সদস্য  আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, টিপু সুলতান, মো. ইয়াসিন আলী এবং মেরিনা রহমান বৈঠকে অংশগ্রহণ করেন। কমিটি সূত্র জানায়, বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডে এ পর্যন্ত ৩ হাজার কোটি টাকা জমা হয়েছে। এ টাকায় ৩৯৭টি প্রকল্প চলমান রয়েছে। কমিটি জলবায়ু পরিবর্তন ফান্ডের টাকায় ভূ-উপরিভাগের পানির ব্যবহার বৃদ্ধির জন্য প্রকল্প গ্রহণ করার সুপারিশ করা হয়। সংসদ সচিবালয় জানায়, বৈঠকে জলবায়ু তহবিলের টাকায় বিভিন্ন স্থানে পাহাড় কাটা ও কর্ণফুলী নদীতে দূষণসংক্রান্ত প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর