রবিবার, ২২ মে, ২০১৬ ০০:০০ টা

বুদ্ধপূর্ণিমা পালিত

নিজস্ব প্রতিবেদক

বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে গতকাল রাজধানী ঢাকাসহ সারা দেশে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব মহামতি গৌতম বুদ্ধের জন্মোৎসব বুদ্ধপূর্ণিমা দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্য দিয়ে পালিত হয়েছে। বৌদ্ধ সম্প্রদায়ের অনুসারীরা তাদের এই প্রধান ধর্মীয় উৎসব উদ্যাপনের লক্ষ্যে গতকাল আলোচনা সভা, শোভাযাত্রা, প্রভাতফেরি, মঙ্গলপ্রদীপ প্রজ্বালন, প্রার্থনাসভাসহ নানা কর্মসূচি পালন করেন। বৌদ্ধ ধর্মমতে, আড়াই হাজার বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। তার জন্ম, বোধিলাভ ও মহাপ্রয়াণ বৈশাখী পূর্ণিমার দিনে হয়েছিল বলে এর (বৈশাখী পূর্ণিমা) নাম দেওয়া হয় ‘বুদ্ধপূর্ণিমা’।

বিশ্বের সব বৌদ্ধের কাছে এটি এ নামেই পরিচিত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর