রবিবার, ২২ মে, ২০১৬ ০০:০০ টা

মিটফোর্ডে নিষিদ্ধ ও নকল ওষুধ জব্দ, পাঁচজনকে সাজা

নিজস্ব প্রতিবেদক

পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকার নিষিদ্ধ এবং ভেজাল ওষুধ জব্দ করেছে র্যাব। এ সময় পাঁচজনকে আটক করে সাজাও দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে মিটফোর্ডের বাবুবাজার সংলগ্ন আলী চেয়ারম্যান মার্কেটের দ্বিতীয় তলায় নকল ওষুধের গোডাউনে এই অভিযান চালানো হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নকল ও নিষিদ্ধ ওষুধ সরবরাহের জন্য সেবা মেডিসিন স্টোরের মালিক সালাহউদ্দিনকে আটক করে সাদা পোশাকে থাকা র্যাব সদস্যরা। পরে তারই দেওয়া তথ্য অনুযায়ী আলী চেয়ারম্যান মার্কেটের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে নকল ওষুধের গোডাউন খুঁজে বের করে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার হোসেনের নেতৃত্বে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ঔষধ প্রশাসন অধিদফতরের সৈকত কুমার কর, মাহবুব হোসেন ও নিপা চৌধুরীসহ তিনজন ঔষধ তত্ত্বাবধায়ক উপস্থিত ছিলেন। জব্দ করা ওষুধের মধ্যে ছিল নকল জন্মনিরোধক, যৌন উত্তেজক ও গরু মোটাতাজাকরণ ওষুধ এবং ভারত ও পাকিস্তানের নিষিদ্ধ বিভিন্ন ওষুধ। এ ছাড়াও হাসপাতালে সরবরাহকৃত বিক্রয় নিষিদ্ধ সরকারি ওষুধও জব্দ করা হয়েছে। নকল ও নিষিদ্ধ ওষুধ সরবরাহের অপরাধে আটক পারভেজ আলমকে এক বছর ছয় মাস, সালাহউদ্দিনকে এক বছর এবং মমিনউল্লাহকে নয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আর রায়হান হোসেনকে দেড় লাখ টাকা এবং আরিফ হোসেন রিপনকে তিন লাখ টাকার জরিমানা করা হয়েছে।  র্যাবের  নির্বাহী  ম্যাজিস্ট্রেট  সারওয়ার  আলম বলেন, মানুষের জন্য মারাত্মক ক্ষতিকর বিক্রয় নিষিদ্ধ ও নকল ওষুধগুলো জব্দ করেছি এবং এর সরবরাহকারীদের বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর