শুক্রবার, ৩ জুন, ২০১৬ ০০:০০ টা

‘ভবিষ্যৎ প্রজন্মের কাঁধে বিশাল করের বোঝা’

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদে উত্থাপিত বাজেট প্রস্তাবনাকে গতানুগতিক এবং লুটেরা ধনিক শ্রেণির স্বার্থ রক্ষার একটি গণবিরোধী দলিল হিসেবে আখ্যায়িত করে তা প্রত্যাখ্যান করেছে বেশ কয়েকটি বামপন্থি রাজনৈতিক দল। তারা বলছেন, ঘোষিত বাজেট দেশের শিল্পায়ন ও অর্থনৈতিক বিকাশ বাধাগ্রস্ত করবে। সেই সঙ্গে বিদেশি ঋণের ওপর নির্ভরশীলতা বাড়বে। গতকাল তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ বলেন, এই বাজেটে গরিব জনগণের সম্পদ মুষ্টিমেয় লুটেরা ধনিকের হাতে প্রবাহিত করার প্রস্তাব করা হয়েছে। বাজেটের আসল লক্ষ্য হলো জনগণের ট্যাক্সের টাকায় দেশি-বিদেশি লুটপাটকারীদের পকেট ভারী করা।

সর্বশেষ খবর