শুক্রবার, ৩ জুন, ২০১৬ ০০:০০ টা

ব্যাংক ঋণ ও সঞ্চয়পত্র থেকে ৬১ হাজার কোটি টাকার ঘাটতি পূরণ

নিজস্ব প্রতিবেদক

প্রায় এক লাখ কোটি টাকার ঘাটতি মেটাতে নতুন বাজেটে অভ্যন্তরীণ উৎস থেকে ৬১ হাজার ৫৪৮ কোটি টাকা ধার করবে সরকার। ২০১৬-১৭ সালের বাজেটে দেশের ব্যাংকিং ব্যবস্থা থেকে ৩৮ হাজার ৯৩৮ কোটি টাকা ঋণ নেওয়া হবে। সঞ্চয়পত্র বিক্রির মাধ্যমে সংগ্রহ করা হবে ১৯ হাজার ৬১০ কোটি টাকা। এ ছাড়া অন্যান্য তিন হাজার কোটি টাকা সংগ্রহ করা হবে। ঘোষিত বাজেটে আয় ও ব্যয়ের হিসাবে সামগ্রিক ঘাটতি রয়েছে ৯৭ হাজার ৮৫৩ কোটি টাকা, যা জিডিপির ৫ শতাংশ। অভ্যন্তরীণ খাতের বাইরে বৈদেশিক উৎস থেকে ৩৬ হাজার ৩০৫ কোটি টাকা সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সর্বশেষ খবর