শুক্রবার, ৩ জুন, ২০১৬ ০০:০০ টা

মেডিটেশন সেবায় ভ্যাট বসল

নিজস্ব প্রতিবেদক

ধ্যান বা মেডিটেশন সেবার ওপর নতুন করে ভ্যাট আরোপ করা হয়েছে। এর ফলে শারীরিক-মানসিক সুস্থতা ও দুরারোগ্য রোগ নিরাময়ের উদ্দেশে মেডিটেশন সেবা নিতে আগ্রহীদের আগামী ১ জুলাই থেকে নতুন অর্থ বছরে নির্ধারিত হারে ভ্যাট দিতে হবে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৪-১৫ অর্থবছরে মেডিটেশন সেবা থেকে ভ্যাট প্রত্যাহারের ঘোষণা দিয়ে তার বাজেট বক্তৃতায় বলেছিলেন, ‘মেডিটেশন সেবা গ্রহণ করে অনেক মানসিক ও শারীরিক ব্যাধিগ্রস্ত মানুষ মুক্তির প্রয়াস পায়। সে কারণে মেডিটেশন সেবার ওপর মূসক প্রত্যাহারের প্রস্তাব করছি।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর