মঙ্গলবার, ৭ জুন, ২০১৬ ০০:০০ টা

বিদ্যুৎ বিভাগের অবহেলায় ভোগান্তিতে ট্রেন যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পূর্বাঞ্চলীয় রেলওয়ে বৈদ্যুতিক বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়হীনতা ও দায়িত্ব অবহেলায় প্রতিনিয়ত ট্রেন যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন। যাত্রী সেবার মান বজায় রাখার কথা বলা হলেও ট্রেন চলাচলে বৈদ্যুতিক বিভাগের উদাসীনতা দৃশ্যমান। ট্রেনের ব্লোয়ার মোটর ও ফ্যান নষ্ট, উন্নতমানের গ্যাস সরবরাহ না করায় এসি বগি ঠাণ্ডা না হওয়াসহ বিভিন্ন সমস্যার মধ্যেই চলাচল করছেন যাত্রীরা। ঠিকাদারের সঙ্গে আঁতাত করে নিম্নমানের মালামাল ব্যবহারই এজন্য দায়ী।

এরই ধারাবাহিকতায় গত বৃস্পতিবারও পাওয়ার কারের ইলেক্ট্রনিক্স চকেট না থাকায় চট্টগ্রাম থেকে আড়াই ঘণ্টা দেরিতে ছেড়েছে সুবর্ণা এক্সপ্রেস ট্রেন। এ ঘটনার দায়িত্ব অবহেলার দায়ে এসএসএই আমিনুল ইসলামকে অন্যত্র বদলি করা হয়েছে। সেখানে দেওয়া হয়েছে মালামাল চুরির সঙ্গে জড়িত এসএসএই শাহ আলম নামের এক কর্মকর্তাকে। এ বদলির বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান বৈদ্যুতিক প্রকৌশলী (পূর্ব) আনোয়ার হোসেন।

সর্বশেষ খবর