বুধবার, ৮ জুন, ২০১৬ ০০:০০ টা

ওলামা-মাশায়েখ ও এতিমদের সঙ্গে খালেদার ইফতার

নিজস্ব প্রতিবেদক

এবারও পবিত্র রমজান মাসের প্রথম দিন গতকাল ওলামা-মাশায়েখ ও এতিমদের সঙ্গে ইফতার করলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ইফতারের আগে তিনি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে বেগম জিয়ার সঙ্গে একই মঞ্চে ইফতার গ্রহণ করেন চট্টগ্রামের পটিয়ার মুফতি মো. মোজাফ্ফর আহমেদ, মীরেরসরাইয়ের পীর আবদুল মমিন নাছেরী, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মাওলানা কামাল উদ্দিন জাফরী, সোবহানবাগ মসজিদের ইমাম মাওলানা শাহ মো. ওয়ালী উল্লাহ, ছারছিনা দরবার শরিফের ছোট হুজুর শাহ আরিফ বিল্লাহ, নয়াপল্টন জামে মসজিদের ইমাম মাওলানা আমিরুল ইসলাম। ইফতার মাহফিলে অংশ নেন তেজগাঁওয়ের রহমতে আলম মিলন, ফকিরেরপুল ও শান্তিনগর এতিমখানার তিন শতাধিক এতিম শিশু। এ ছাড়াও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা, যুগ্ম মহাসচিবগণসহ দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বিএনপির অঙ্গ সংগঠন ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা আবদুল মালেক ইফতার মাহফিলে শরিক হন।

আগামীকাল সুপ্রিমকোর্ট মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন বেগম খালেদা জিয়া। এ ছাড়া রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে ১১ জুন রাজনীতিবিদদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছেন তিনি। এতে আওয়ামী লীগ, ২০ দলীয় জোটের শরিক দল এবং দেশের বিভিন্ন রাজনৈতিক দলের প্রধান ও শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। ১২ জুন একই স্থানে (আইসিসিবি) শিল্পী-কবি-সাহিত্যিক-সাংবাদিকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও পেশাজীবীদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছেন খালেদা জিয়া। ১৩ জুন রাজধানীর ওয়েস্টিন হোটেলে বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ইফতার করবেন তিনি। ১৪ জুন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন সাবেক এই প্রধানমন্ত্রী। ১৫ জুন ঢাকা লেডিস ক্লাবে ২০ দলীয় জোটের অন্যতম শরিক জাতীয় পার্টির (কাজী জাফর) ইফতার মাহফিলে অংশ নেবেন তিনি। আগামী ১৬ জুন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ইফতার মাহফিলে অংশ নেবেন বেগম জিয়া। এ ছাড়া ১০ জুন ২০ দলীয় জোটের অন্যতম শরিক একাংশ খেলাফত মজলিস ইফতার মাহফিলের আয়োজন করেছে। ২৬ জুন জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন একাংশের ইফতার মাহফিলেও তার অংশ নেওয়ার কথা রয়েছে।

সর্বশেষ খবর