বুধবার, ৮ জুন, ২০১৬ ০০:০০ টা

শাহজালালে যাত্রীর পেটে ৫০ লাখ টাকার সোনা

নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে খোরশেদ আলম নামে এক যাত্রীর পেটে ৫০ লাখ টাকার সোনা পাওয়া গেছে। এদিকে, নিজাম উদ্দিন নামে অন্য এক যাত্রীর কাছে ডিটারজেন্ট পাউডারে আনা ১ কেজি সোনার গুঁড়া পাওয়া গেছে। পৃথক অভিযানে পাওয়া সোনার আনুমানিক মূল্য ১ কোটি টাকা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের ডিজি ড. মইনুল খান বলেন, মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইটে (এমএইচ-১৯৬) ঢাকায় আসেন খোরশেদ। গতকাল সকালে কাস্টমস হলের সামনে থেকে সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হয়। তল্লাশি করা হলে তার পেটের ভিতর সোনার অস্তিত্ব পাওয়া যায়। পরে পায়ুপথ দিয়ে ১ কেজি ওজনের ১০টি সোনার বার বের করে দেন খোরশেদ। এদিকে, মালয়েশিয়ান এয়ারলাইনসের অন্য একটি ফ্লাইটে (এমএইচ-১০২) ঢাকায় আসেন নিজাম। গতকাল দুপুরে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হয়। তল্লাশি করা হলে তার দুটি ব্যাগে থাকা দুটি ডিটারজেন্টের প্যাকেটের ভিতর ১ কেজি সোনার গুঁড়া পাওয়া যায়।

সর্বশেষ খবর