সোমবার, ১৩ জুন, ২০১৬ ০০:০০ টা

অপরাধী ধরতে সিলেটের রাজপথে সিসি ক্যামেরা

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট মহানগরীতে চুরি, ছিনতাই, রাহাজানিসহ ছোটখাটো নানা অপরাধের ঘটনা নিত্যদিনকার। এসব অপরাধে জড়িতরা শনাক্ত না হওয়ায় থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। এ জন্য কমে না অপরাধের সংখ্যাও। তবে এবার অপরাধীদের চিহ্নিত করতে সিলেট মহানগরীর গুরুত্বপূর্ণ ৯টি পয়েন্টে ২২টি ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা বসানো হয়েছে। সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে বসানো এসব সিসি ক্যামেরা মহানগর পুলিশ মনিটরিং করবে। জানা যায়, মেয়র নির্বাচিত হওয়ার পর আরিফুল হক চৌধুরী সিলেট মহানগরীকে সিসি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনা করেন। সে লক্ষ্যে কাজও শুরু করেছিলেন তিনি। তবে সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় অভিযুক্ত হয়ে কারাগারে যাওয়ার পর আরিফের ওই পরিকল্পনা থমকে যায়। এরপর বেশ কিছুদিন ওই পরিকল্পনা ফাইলবন্দী থাকলেও অবশেষে সিসিক তা বাস্তবায়ন করতে শুরু করেছে।

সিসিক সূত্রে জানা যায়, প্রাথমিক অবস্থায় সিলেট মহানগরীর তালতলা পয়েন্ট থেকে সুরমা মার্কেট, সিটি পয়েন্ট,  ধোপাদিঘীরপাড়, সোবহানীঘাট হয়ে নাইওরপুল পর্যন্ত এবং সিটি পয়েন্ট থেকে জিন্দাবাজার পর্যন্ত সড়কে সিসি ক্যামেরা বসানো হয়েছে। প্রায় ১৮ লাখ টাকা ব্যয়ে গ্লোবাল ট্রেড করপোরেশন নামের একটি প্রতিষ্ঠান প্রকল্পটি বাস্তবায়ন করেছে।

সর্বশেষ খবর