মঙ্গলবার, ১৪ জুন, ২০১৬ ০০:০০ টা

ম্যাজিস্ট্রেট নেই অভিযানও নেই

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ম্যাজিস্ট্রেট নেই অভিযানও নেই

রমজানে বাজার নিয়ন্ত্রণে চট্টগ্রাম জেলা প্রশাসন সাঁড়াশি অভিযান পরিচালনা করছে। কিন্তু চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) বাজার নিয়ন্ত্রণে নীরবতা পালন করছে। অথচ নগরীর ২১টি বাজারই চসিকের মালিকানাধীন। তদুপরি বাজার পর্যবেক্ষণে সাত সদস্যের ‘বাজার মূল্য পর্যবেক্ষণ, মনিটরিং ও নিয়ন্ত্রণ স্থায়ী কমিটি’ থাকলেও তারও কোনো খবর নেই।

নগরবাসীর অভিযোগ, জেলা প্রশাসন কঠোরভাবে বাজার মনিটরিং করছে। এর সঙ্গে যদি চসিকও যোগ হতো তাহলে ভেজাল অধিকহারে প্রতিরোধ করা যেত। তা ছাড়া রমজানের আগে জেলা প্রশাসন, চেম্বারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বাজার নিয়ন্ত্রণবিষয়ক সভায় চসিককে এ ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছিল। একই সঙ্গে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) একটি প্রতিনিধি দলও মেয়রের সঙ্গে বৈঠক করে এ ব্যাপারে প্রয়োজনীয় ভূমিকা রাখার অনুরোধ করে। চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী শফিউল আলম বলেন, ‘কয়েক মাস ধরে চসিক ম্যাজিস্ট্রেটশূন্য। ম্যাজিস্ট্রেট না থাকায় কোনো অভিযান পরিচালনা করা যাচ্ছে না। তবে খুব শিগগিরই নতুন একজন ম্যাজিস্ট্রেট যোগ দেবেন। এরপর আমরা আবারও জোরালোভাবে অভিযান শুরু করব।’ বাজার মূল্য পর্যবেক্ষণ, মনিটরিং ও নিয়ন্ত্রণ স্থায়ী কমিটির সভাপতি এস এম এরশাদ উল্লাহ বলেন, ‘বাজার মনিটরিংয়ের বিষয়ে সিদ্ধান্ত আছে। কয়েক দিনের মধ্যে আমরা পর্যবেক্ষণ শুরু করব। তা ছাড়া বাজারে সাইনবোর্ড টাঙানো, লিফলেট বিতরণসহ নানা কার্যক্রম পরিচালনা করা হবে, যাতে কেউ অতিরিক্ত মূল্য না নেয় এবং ভেজাল পণ্য বিক্রি না করে।’ ক্যাবের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন বলেন, ‘জেলা প্রশাসন, চেম্বারসহ বিভিন্ন সংস্থার বাজার মনিটরিং-বিষয়ক বৈঠকে চসিককে অগ্রণী ভূমিকা রাখতে আহ্বান জানানো হয়। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। জেলা প্রশাসনের সঙ্গে চসিকও যদি বাজার মনিটরিং করত তাহলে নগরবাসী বেশি সুফল পেত।’ চসিকের ভূমি শাখা সূত্রে জানা যায়, চসিকের নিয়ন্ত্রণাধীন বাজার রয়েছে ২১টি। এর মধ্যে ১৯টি কাঁচবাজার। এগুলো হলো— রিয়াজউদ্দিন বাজার, বহদ্দারহাট কাঁচাবাজার, কর্নেলহাট বাজার, ফইল্যাতলী বাজার, ফিরিঙ্গি বাজার, কাজীরহাট, হাজী আবদুল আলী শপিং আর্কেড কাঁচাবাজার, ফকিরহাট, দেওয়ানহাট কাঁচাবাজার, বক্সিরহাট, পাহাড়তলী কাঁচাবাজার, আবদুল মাবুদ সওদাগর হাট, কামাল বাজার, বলিরহাট, আনন্দবাজার, বিবিরহাট কাঁচাবাজার, কমল মহাজনহাট ও চকবাজার।

সর্বশেষ খবর