শিরোনাম
মঙ্গলবার, ১৪ জুন, ২০১৬ ০০:০০ টা

হাইকোর্ট থেকে ছাত্রলীগ নেতা রনির জামিন

নিজস্ব প্রতিবেদক

অস্ত্র আইনে করা মামলায় হাইকোর্ট থেকে ছয় মাসের জামিন পেয়েছেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি। গতকাল বিচারপতি মো. হাবিবুল গণি এবং বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রনির জামিনের আবেদন মঞ্জুর করে। এর আগে ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) প্রভাব বিস্তারের অভিযোগে দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত রনি নিম্ন আদালত থেকে জামিন পান। গতকাল হাইকোর্ট থেকে অস্ত্র মামলায় জামিন পাওয়ায় তার কারামুক্তিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। বর্তমানে রনি চট্টগ্রাম কারাগারে রয়েছেন। গত ৭ মে রনিকে একটি নাইন এমএম পিস্তল, ১৫ রাউন্ড গুলি ও ২৬ হাজার টাকাসহ আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ ।(বিজিবি)। এরপর প্রভাব বিস্তারের অভিযোগে দুই বছরের কারাদণ্ড দেন নির্বাচনে দায়িত্বরত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুনুর রশিদ। এ ছাড়া অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। গত ২৫ মে দুই বছরের কারাদণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিল মামলায় রনিকে জামিন দেয় চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালত। তবে অস্ত্র মামলায় জামিন নামঞ্জুর করা হয়। এরপর রনির পক্ষে হাইকোর্টে জামিনের আবেদন জানানো হয়। হাইকোর্টে রনির পক্ষে শুনানি করেন আইনজীবী শ ম রেজাউল করিম।

সর্বশেষ খবর