বৃহস্পতিবার, ১৬ জুন, ২০১৬ ০০:০০ টা

এক পাঞ্জাবিতেই ২৫০০ টাকা লাভ

শপিংমলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নগরীর টেরিবাজারের কাপড়ের দোকান মেগা মার্ট ঢাকার উর্দু রোড থেকে ১ হাজার টাকায় পাঞ্জাবি কিনে এনে তা বিক্রি করছে ৩ হাজার ৫০০ টাকা। অর্থাৎ প্রতি পাঞ্জাবিতেই তারা আড়াই হাজার টাকা লাভ করছে। একই মার্কেটের স্টার প্লাস নামে আরেক দোকান আবার পাশের অন্য দোকান থেকে কাপড় কিনে তাতে প্রকারভেদে ২ হাজার থেকে ৪ হাজার টাকা লাভ করছে। ঈদ সামনে রেখে প্রথমবারের মতো গতকাল সকালে টেরিবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় কাপড়ের দোকানগুলোর ক্রয়মূল্যের সঙ্গে বিক্রয়মূল্যের এ পার্থক্য ধরা পড়ে। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান, তাহমিনা আক্তার ও রঞ্জনচন্দ্র দে। চেম্বার ও ক্যাব প্রতিনিধিরা অভিযানের সময় উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান বলেন, ‘অভিযানকালে বেশ কিছু দোকানে ক্রয়মূল্যের সঙ্গে বিক্রয়মূল্যের ব্যাপক পার্থক্য ধরা পড়ে। এর মধ্যে স্টার প্লাস নামে এক দোকানে দেখা যায়, কাপড়ভেদে তারা ২ হাজার থেকে ৪ হাজার টাকা লাভ করছে। আবার মেগা মার্টে ঢাকার উর্দু রোড থেকে ১ হাজার টাকায় পাঞ্জাবি কিনে এনে তারা বিক্রি করছে ৩ হাজার ৫০০ টাকা। তবে কিছু কিছু দেকানে সন্তোষজনক দাম দেখা গেছে।’

তিনি আরও বলেন, ‘যেহেতু কাপড়ের বাজারে এ ধরনের অভিযান প্রথম, তাই ব্যবসায়ীদের মৌখিকভাবে সতর্ক করা হয়েছে এবং মূল্য সহনীয় পর্যায়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।’

সর্বশেষ খবর