বৃহস্পতিবার, ১৬ জুন, ২০১৬ ০০:০০ টা

পরোক্ষ করারোপে গরিব মানুষ ক্ষতিগ্রস্ত হবে

সংসদে বাজেট নিয়ে আলোচনা

নিজস্ব প্রতিবেদক

বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে সরকার ও বিরোধী দলের এমপিরা প্রস্তাবিত বাজেটকে মধ্যম আয়ের দেশ হওয়ার স্বপ্ন পূরণের বাজেট বলে অভিহিত করেছেন। একই সঙ্গে বাজেটে প্রত্যক্ষ কর না বাড়িয়ে পরোক্ষ করারোপের ফলে দেশের গরিব মানুষ ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। পাশাপাশি বিএনপির রাজনীতির সমালোচনা করে এমপিরা বলেন, নির্বাচন বর্জনের ভুল রাজনীতির কারণে বিএনপি নেত্রী খালেদা জিয়া এখন সংসদেও নেই, রাজপথেও নেই। তাই সংসদ-রাজপথের পরিবর্তে তারা এখন বিদেশিদের কাছে ধরনা দিয়ে সরকার উত্খাতের ষড়যন্ত্র করছেন। ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে গতকাল সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এমপিরা এসব কথা বলেন। আলোচনায় অংশ নেন সরকারি দলের ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, আবদুল হাই, নুরুন্নবী চৌধুরী শাওন, তানভীর ইমাম, মমতাজ বেগম, ফরিদুল হক খান, উম্মে রাজিয়া কাজল, ফাতেমা-তুজ জোহরা, জাতীয় পার্টির ফখরুল ইমাম, মুনিম চৌধুরী, মামুনুর রশীদ, ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা, ইয়াছিন আলী প্রমুখ। এদিকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, কোচিং বাণিজ্য বন্ধে মনিটরিং কমিটি কাজ করছে। তাদের সুপারিশের ভিত্তিতে কোচিং বাণিজ্যে জড়িত শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। সংসদের বাজেট অধিবেশনে গতকাল মুহা. গোলাম মোস্তফা বিশ্বাসের (চাঁপাইনবাবগঞ্জ-২) টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

‘শেখ হাসিনা সেতু’ করার দাবি : পদ্মা সেতুর নাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে করার দাবি জানানো হয়েছে। গতকাল সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এ দাবি জানান।

সর্বশেষ খবর