শুক্রবার, ১৭ জুন, ২০১৬ ০০:০০ টা

ঈদে যুক্ত হচ্ছে ৮০ কোচ

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

ঈদে যুক্ত হচ্ছে ৮০ কোচ

ঈদে ঘরমুখো যাত্রীদের নিরাপদ ও আরামদায়ক ভ্রমণের বিষয়টি মাথায় রেখে ঈদের আগেই ৮০টির মতো কোচ যুক্ত হচ্ছে পূর্ব রেলে। এ ছাড়াও ইন্দোনেশিয়া থেকে আসা লাল-সবুজের কয়েকটি কোচও যুক্ত হবে। এ জন্য পূর্বাঞ্চলের পাহাড়তলী রেল ওয়ার্কশপে চলছে পুরোদমে কোচ নির্মাণের কাজ। প্রাথমিকভাবে এবার ৮০টি কোচ যুক্ত করার পরিকল্পনা রয়েছে রেলের। ইতিমধ্যে ৩০টি কোচ প্রস্তুত হয়েছে। বাকি কোচগুলো নির্মাণে কাজ দ্রুত চালিয়ে যাচ্ছে শ্রমিকরা। রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) প্রকৌশলী মো. আবদুল হাই বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ঘরমুখো যাত্রীরা ট্রেনে বাড়ি ফিরতে ওয়ার্কশপে নির্মিত হচ্ছে নতুন ট্রেন। ইন্দোনেশিয়া থেকে আনা লাল-সবুজ ট্রেনও এবার ঈদের বহরে যুক্ত হতে পারে। পাহাড়তলী ওয়ার্কশপের বিভাগীয় তত্ত্বাবধায়ক মো. মিজানুর রহমান বলেন, ঈদের কোচ প্রস্তুত করতে ওয়ার্কশপ শ্রমিকরা ব্যাপক পরিশ্রম করছে। প্রতিদিন একটি করে গাড়ি বের করার পরিকল্পনা করা হয়েছে। ইতিমধ্যে অনেক গাড়িও বের হয়েছে। এ ছাড়া টিকিট কালোবাজারি রোধে সার্বক্ষণিক মনিটরিংও চলছে বলে জানান চট্টগ্রাম বিভাগীয় বাণিজ্য কর্মকর্তা (ডিসিও) মিজানুর রহমান। নতুন করে তৈরিকৃত এসব কোচে যাত্রীরা আরামদায়ক পরিবেশে গন্তব্যে পৌঁছতে পারবে। একই কথা বললেন, শ্রমিক নেতা কামাল পারভেজ বাদল। পাহাড়তলী ওয়ার্কশপ ঘুরে দেখা যায়, ঈদ উপলক্ষে নতুন কোচ নির্মাণে ব্যাপক কর্মযজ্ঞ চলছে। বেশকিছু কোচ নতুন করে সংস্কারের জন্য ওয়ার্কশপে মজুদ করা হয়েছে। ঈদের আগেই যাতে কোচগুলো রেল বহরে যুক্ত করা যায় সে জন্য শ্রমিকরা পুরোদমে কাজ চালিয়ে যাচ্ছে। ক্যারেজ সপ, জিওএইচ সপ, পেইন্ট সপ, হুইল সপ, ট্রেন লাইটিং সপ, এয়ারকন্ডিশন সপ, বগি সপ সবখানেই শ্রমিকদের ব্যস্ততা। বগি ওয়েল্ডিং, সিট বাইন্ডিং, লাইট মেরামত, জানালা লাগানো, রঙের কাজ করে প্রস্তুত করা হচ্ছে নতুন কোচগুলো। ক্যারেজ সপের পিছনের অংশে নতুন প্রস্তুতকৃত কোচগুলোকে সারিবদ্ধভাবে রাখা হয়েছে। ওয়ার্কশপের প্রতিটি স্তরেই কাজের চাপ। রেলওয়ে সূত্র জানায়, ইন্দোনেশিয়া থেকে আমদানি করা ১০০টি কোচের মধ্যে প্রথম ধাপে ১৫টি ও দ্বিতীয় ধাপে ২২টি কোচ মিলিয়ে ৩৭টি কোচ এসেছে। আমদানি করা কোচগুলোর মধ্যে ১৫টির ট্রায়াল সম্পন্ন হয়েছে। বাকি ২২টি নতুন কোচেরও ট্রায়ালও চলছে। ঈদের আগে আরও একটি চালান আসার কথা রয়েছে। নতুন কোচগুলো রেলবহরে যুক্ত হলে যাত্রীসেবায় আরও গতি বাড়বে। ঈদ পরিকল্পনায় এবার সুবর্ণ এক্সপ্রেসের আদলে একজোড়া ট্রেন চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ট্রেনটির নাম হবে সুবর্ণ স্পেশাল। সূত্র জানায়, অতীতের মতো এবারও ঈদে যাত্রীদের বাড়িফেরা নির্বিঘ্ন করতে রেলস্টেশন, স্টেশন সংলগ্ন এলাকা ও রেললাইনে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর