শিরোনাম
রবিবার, ১৯ জুন, ২০১৬ ০০:০০ টা

ধরাছোঁয়ার বাইরেই রয়ে গেল জঙ্গিরা

সাঁড়াশি অভিযানে মাত্র এক ‘জঙ্গি’ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, সিলেট

ধরাছোঁয়ার বাইরেই রয়ে গেল জঙ্গিরা

জঙ্গিবিরোধী সাঁড়াশি অভিযান শেষ হলেও সিলেটে ধরাছোঁয়ার বাইরে রয়েছে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্রীরের জঙ্গিরা। সপ্তাহব্যাপী অভিযানে কোনো হিযবুত জঙ্গি গ্রেফতার করতে পারেনি মহানগর পুলিশ। অন্যদিকে, জেলা পুলিশের হাতে ধরা পড়েছে মাত্র এক জঙ্গি। অভিযানের পর থেকে সিলেটে প্রকাশ্যে হিযবুত জঙ্গিদের কোনো তত্পরতা পরীলক্ষিত না হলেও তারা অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় রয়েছেন বলে সূত্র জানিয়েছে।

অতীতে সিলেটে হিযবুত তাহ্রীরের কার্যক্রম অনেকটা প্রকাশ্যে ছিল। নগরীর বিভিন্ন মসজিদে তারা সরকার ও রাষ্ট্রবিরোধী প্রচারপত্র বিলি এবং সমাবেশ করার চেষ্টা করতো। বিভিন্ন ইস্যুতে তারা নগরীর ব্যস্ততম ও আবাসিক এলাকায় পোস্টারিংও করছে। এসব কর্মকাণ্ড পরিচালনাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অন্তত ৪০ জন হিযবুত জঙ্গিকে আটক করেন। বর্তমানে এদের সবাই জামিনে মুক্ত হয়ে ফের হিযবুতের কার্যক্রমে সক্রিয় রয়েছেন। গত জঙ্গিবিরোধী অভিযানে এই হিযবুত জঙ্গিদের প্রায় সবাই রয়েছে ধরাছোঁয়ার বাইরে। কেবল বিয়ানীবাজার থেকে জুম্মান হোসেন চৌধুরী নামের এক হিযবুত জঙ্গিকে আটক করতে সক্ষম হয় পুলিশ। জুম্মান বিয়ানীবাজার উপজেলার খাড়াভরা গ্রামের মৃত গোলাম হোসেন চৌধুরীর ছেলে। এর আগে ২০১১ সালের ২৩ জুন শাহী ঈদগাহে প্রচারণা চালানোর সময় আরও দুই সহযোগীসহ আটক হয়েছিল জুম্মান।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা জানান, অভিযানে একজন হিযবুত জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে।

সর্বশেষ খবর