সোমবার, ২০ জুন, ২০১৬ ০০:০০ টা

আজ কেআইবি কৃষি পদক দেবেন রাষ্ট্রপতি

শেকৃবি প্রতিনিধি

দেশে কৃষির উন্নয়নে অবদান রেখেছেন এমন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ বিকাল সাড়ে ৩টায় কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) কৃষি পদক তুলে দেবেন। কৃষিবিদ দিবস উপলক্ষে রাজধানীর ফার্মগেটে কেআইবি কমপ্লেক্স অডিটরিয়ামে এক অনুষ্ঠানে এ পদক দেওয়া হবে। কেআইবির যুগ্ম মহাসচিব কৃষিবিদ সমীর চন্দ্র সাংবাদিকদের জানান, পদকের বিজ্ঞপ্তি প্রকাশের পর ৩৯টি মনোনয়নপত্র জমা পড়েছিল তার মধ্যে ৪টি আবেদন বিজ্ঞপ্তি অনুযায়ী পূরণ না করায় বাতিল করা হয়েছে, অবশিষ্ট ৩৫টি মনোনয়নপত্র থেকে জুরিবোর্ড সাত ব্যক্তি/প্রতিষ্ঠানকে চূড়ান্তভাবে মনোনীত করেছে।

এবারের পদকপ্রাপ্তরা হলেন— সেরা প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (সরেজমিন গবেষণা বিভাগ), সেরা কৃষি ব্যক্তিত্ব কৃষিবিদ অধ্যাপক ড. এম মোফাজ্জল হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, বর্ষসেরা কৃষিবিদ হিসেবে ড. মো হারুন অর রশিদ, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট, সফল কৃষক হিসেবে নাটোরের মো. সেলিম রেজা, সেরা কৃষি উদ্যোক্তা হিসেবে সিলেটের আলীমুল এহসান চৌধুরী, কৃষিতে সেরা নারী ব্যক্তিত্ব ফরিদপুরের আলেয়া বেগম এবং কৃষি প্রকাশনা ও সম্প্রচারের জন্য ইনফোটেইনমেন্ট-এর প্রধান মিসেস রুবি মঈন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর