মঙ্গলবার, ২১ জুন, ২০১৬ ০০:০০ টা

অগ্নিকাণ্ড ঝুঁকিতে রমেক হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক, রংপুর

অগ্নিকাণ্ড ঝুঁকিতে পড়েছে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতাল। দীর্ঘদিনের পুরনো বৈদ্যুতিক তার ও সরঞ্জামগুলো পরিবর্তন না করায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। ফলে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। মাত্র তিন মাসের ব্যবধানে হাসপাতালের দুটি ওয়ার্ডে আগুন লাগে। এতে বেশ কিছু মূল্যবান সরঞ্জাম পুড়ে যায়। আতঙ্কে ছোটাছুটি করতে গিয়ে আহত হন চিকিৎসক, রোগী, স্বজনসহ ৩৫ জন। এ বিষয়ে জানতে চাইলে হাসপাতালের পরিচালক ডা. আ স ম বরকতুল্লাহ বলেন, তিন যুগ আগের পুরনো বৈদ্যুতিক তার ও সরঞ্জামগুলোর ধারণক্ষমতা কমে যাওয়ায় ব্যবহার-অনুপযোগী হয়ে পড়েছে। ফলে শর্টসার্কিট থেকে ঘন ঘন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। দুটি অগ্নিকাণ্ডের ঘটনা সামান্য হলেও বড় ধরনের ঘটনা ঘটতে কতক্ষণ? এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য রংপুর গণপূর্ত বিভাগকে জানানো হয়েছে। গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুল গফফার বলেন, বৈদ্যুতিক তার ও সরঞ্জামগুলো পুরনো তা ঠিক। তবে এসবের কারণেই যে অগ্নিকাণ্ড ঘটছে তা নয়। হাসপাতালের সার্বিক দায়িত্ব গণপূর্ত বিভাগের হলেও হাসপাতাল কর্তৃপক্ষ নিজ উদ্যোগে অদক্ষ লোক দিয়ে যত্রতত্র এসিসহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম লাগিয়েছে।

সর্বশেষ খবর