মঙ্গলবার, ২১ জুন, ২০১৬ ০০:০০ টা

লুটেরার হাত রাষ্ট্রের হাতের চেয়ে লম্বা হতে পারে না

নিজস্ব প্রতিবেদক

লুটেরার হাত রাষ্ট্রের হাতের চেয়ে লম্বা হতে পারে না

প্রস্তাবিত বাজেটের ওপর জাতীয় সংসদে সাধারণ আলোচনায় অংশ নিয়ে সরকার ও বিরোধী দলের সদস্যরা মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার স্বপ্ন বাস্তবায়নের পথে দেশি-বিদেশি চক্রান্তে উদ্বেগ প্রকাশ করে বলেছেন একদিকে গুপ্তহত্যা অপরদিকে দেশকে বিভক্ত করার অপরাজনীতি চলছে। হিন্দু সম্প্রদায়ের এক নেতা সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। এটা হালকাভাবে দেখলে চলবে না। তারা বলেন, গত ৭ বছরে ৩০ হাজার কোটি টাকা লুণ্ঠন করা হয়েছে। কিন্তু এর বিচার হয়নি। লুণ্ঠনকারীদের হাত রাষ্ট্রের থেকে লম্বা হতে পারে না। বাজেট অধিবেশনে গতকাল প্রথমে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও পরে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে এই আলোচনা চলে। আলোচনায় অংশ নেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন, সরকারি দলের শামসুল আলম দুদু, সানোয়ার হোসেন, একাব্বর হোসেন, সিরাজুল ইসলাম মোল্লা, জেবুন্নেসা হক, ফরহাদ হোসেন, ফিরোজা বেগম চিনু ও মিজানুর রহমান; জাতীয় পার্টির মশিউর রহমান রাঙ্গা, সৈয়দ আবু হোসেন বাবলা ও পীর ফজলুর রহমান মিজবাহ এবং তরীকত ফেডারেশনের এম এ আউয়াল।

জাতীয় পার্টির পীর ফজলুর রহমান মিসবাহ বলেন, বাজেটে যেভাবে গণহারে ভ্যাট আরোপিত হয়েছে, তাতে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা হবে না। আর্থিক সেক্টর গত সাত বছরে তছনছ হয়ে গেছে। ৭ বছরে ৩০ হাজার কোটি টাকা কিছু সিন্ডিকেটের মাধ্যমে লুণ্ঠন করা হয়েছে, কিন্তু এর কোনো বিচার করা হয়নি। পুঁজিবাজার থেকে ১৫ হাজার কোটি টাকা লুটপাট হয়েছে, নিঃস্ব হয়ে গেছে সাধারণ বিনিয়োগকারীরা। কাউকেই বিচারের আওতায় আনা হয়নি। এসব লুণ্ঠনকারীর হাত রাষ্ট্রের থেকে লম্বা হতে পারে না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সৈয়দ আবু হোসেন বাবলা বিশাল এই ঘাটতি বাজেট বাস্তবায়ন সম্ভব হবে কিনা— আশঙ্কা ব্যক্ত করে বলেন, এই বাজেটে দেশি শিল্প মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে, বিপুলসংখ্যক মানুষ কর্মহীন হয়ে পড়বে। তিনি বলেন, রাজধানী শুধু যানজটের নগরী নয়, দখল ও দূষণের নগরীও। তিনি বুড়িগঙ্গা, খাল, তুরাগসহ অবৈধ দখলমুক্ত করে হারানো যৌবন ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান। তরীকত ফেডারেশনের এম এ আউয়াল বলেন, দেশবিরোধী নানা চক্রান্ত-ষড়যন্ত্র চলছে।

সর্বশেষ খবর