শিরোনাম
মঙ্গলবার, ২১ জুন, ২০১৬ ০০:০০ টা

শিল্প ঋণ দিতে অনুমতি লাগবে বাংলাদেশ ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক

দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর নতুন ব্যবসা চালু করতে এখন থেকে লিখিত অনুমতি নিতে হবে কেন্দ্রীয় ব্যাংকের। শিল্প ঋণ, বিনিয়োগের ক্ষেত্রেও বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়েই ব্যাংকগুলোকে ব্যবসা চালু করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কোনো বিশেষ শ্রেণির গ্রাহকদের আলাদা সেবা প্রদানের মাধ্যমে ব্যাংকিং খাতে বৈষম্য তৈরি করতে পারবে না। গতকাল বাংলাদেশ ব্যাংক সব বাণিজ্যিক ব্যাংকের এমডিদের এ নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে। চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের লিখিত অনুমতি ছাড়া কোথাও নতুন ব্যবসা কেন্দ্র চালু করতে পারবে না। শিল্প ঋণ ও বিনিয়োগের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের ছাড়পত্র ছাড়া কোনো ব্যাংক সিদ্ধান্ত নিতে পারবে না। এ ছাড়া ব্যাংকের বিদ্যমান ব্যবসা কেন্দ্র স্থানান্তর করা যাবে না। বাংলাদেশ ব্যাংকে আবেদন করে অনুমতি পাওয়ার পর করা যাবে। নতুন শাখা স্থাপন ও স্থানান্তরের ক্ষেত্রে আড়ম্বরপূর্ণ সাজগোজ না করার কঠোর নির্দেশ দেওয়া হলো।

সর্বশেষ খবর