রবিবার, ২৬ জুন, ২০১৬ ০০:০০ টা

১৫ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

বিএসটিআইর অনুমোদন ছাড়া লাচ্ছা সেমাই উৎপাদন এবং বিভিন্ন নামের বিদেশি ব্র্যান্ডের নকল প্রসাধনী তৈরি ও বিক্রির অপরাধে পাঁচ প্রতিষ্ঠানকে ১০ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল চকবাজার এলাকায় র‌্যাব-১০ এবং বিএসটিআইর এই ভেজালবিরোধী অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিছুর রহমান। র‌্যাব জানায়, বিএসটিআইর অনুমোদন ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি লাচ্ছা সেমাই উৎপাদন ও বিক্রয়ের অপরাধে চকবাজারের আলাউদ্দিন সুইটমিট লিমিটেডের ম্যানেজার আমির উদ্দিন এবং উৎপাদন কর্মকর্তা মো. রফিকুল ইসলামকে চার লাখ টাকা করে মোট আট লাখ টাকা জরিমানা করা হয়েছে। মৌলভীবাজার এলাকায় নকল বিদেশি ব্র্যান্ডের শ্যাম্পু, পারফিউম ও বডি স্প্রে বিক্রির অপরাধে মায়ের দোয়া দোকানের মালিক মো. জাকির হোসেনকে এক লাখ টাকা, ফাহিম স্টোরের মালিক মো. দেলোয়ার হোসেন, আনিক স্টোরের মালিক মো. রফিকুল ইসলাম এবং সামান্তা স্টোরের মালিক মো. হাসানকে ৫০ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

এদিকে গতকাল রাজধানীর দারুস সালাম, মিরপুর, কলাবাগান ও মতিঝিল এলাকায় ১ এপিবিএন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর যৌথভাবে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করে ভেজাল পণ্য রাখার অপরাধে ১০ প্রতিষ্ঠানকে এক লাখ ৮৯ হাজার টাকা জরিমানা করেছে।

সর্বশেষ খবর