রবিবার, ২৬ জুন, ২০১৬ ০০:০০ টা

প্রধানমন্ত্রীর ইফতারে রাজনীতিবিদদের মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক

গণভবনে গতকাল প্রধানমন্ত্রী শেখ   হাসিনার ইফতার মাহফিল পরিণত হয়েছিল রাজনীতিবিদদের মিলনমেলায়। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রায় প্রতিটি রাজনৈতিক দলের নেতার পদচারণে মুখরিত ছিল গণভবনের ভিতরে স্থাপিত বিশাল প্যান্ডেল। অতিথি রাজনৈতিক নেতাদের টেবিলে টেবিলে ঘুরে কুশল বিনিময় করেন শেখ হাসিনা। রাজনীতিবিদদের সম্মানে প্রধানমন্ত্রী এ ইফতার মাহফিলের আয়োজন করেন। ইফতারের আধাঘণ্টা আগে অনুষ্ঠানস্থলে আসেন প্রধানমন্ত্রী। ইফতারের আগে দেশমাতৃকার সুখ-সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে মূল মঞ্চে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় জোট—  বিএনএ’র আহ্বায়ক ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা। বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদ, জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপদেষ্টা মনজুরুল আহসান খান, ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বিমানমন্ত্রী রাশেদ খান মেনন, জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

এ ছাড়া মূল মঞ্চে ছিলেন ঢাকা সিটির দুই মেয়র আনিসুল হক, মোহাম্মদ সাঈদ খোকন, জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সিপিবির মুজাহিদুল ইসলাম সেলিম, সৈয়দ জাফর আহমেদ, স্বতন্ত্র সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী, জাতীয় পার্টির সৈয়দ আবু হোসেন বাবলা, সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া, এনডিএফের শওকত হোসেন নিলু, জাসদের শিরীন আখতার, গণতন্ত্র পার্টির নুরুর রহমান সেলিম, ডা. শহীদুল্লাহ শিকদার. ডা. শাহাদাৎ হোসেন, কমিউনিস্ট কেন্দ্রের ডা. ওয়াজেদুল ইসলাম খান, ন্যাপের ইসমাইল হোসেন, তরীকত ফেডারেশনের নজিবুল বশর মাইজভাণ্ডারী, এম এ আউয়াল, আওয়ামী লীগের এইচ টি ইমাম. ড. মশিউর রহমান, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মাহবুব-উল আলম হানিফ, ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক প্রমূখ।

, ড. আবদুর রাজ্জাক, বি এম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, হাবিবুর রহমান সিরাজ, ফরিদুন্নাহার লাইলী, আফজাল হোসেন, অসীম কুমার উকিল, এম এম কামাল হোসেন, এনামুল হক শামিম, যুবলীগের ওমর ফারুক চৌধুরী, হারুনুর রশিদ, কৃষক লীগের মোতাহার হোসেন মোল্লা, খন্দকার শামসুল হক রেজা, স্বেচ্ছাসেবক লীগের মোল্লা মো. আবু কাওছার, পঙ্কজ দেবনাথ, মাওলানা ইসমাইল হোসেন, মহিলা আওয়ামী লীগের আশরাফুন্নেছা মোশাররফ, যুব মহিলা লীগের নাজমা আক্তার, অপু উকিল, ছাত্রলীগের মো. সাইফুর রহমান সোহাগ, এস এম জাকির হোসাইন প্রমুখ।

সর্বশেষ খবর