সোমবার, ৪ জুলাই, ২০১৬ ০০:০০ টা

বায়তুল মোকাররমে সালাতুৎ তাসবিহ্

নিজস্ব প্রতিবেদক

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আজ ফজিলতপূর্ণ নফল নামাজ সালাতুৎ তাসবিহ্ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। এ নামাজের মধ্যে ‘সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আল্লাহু আকবার’ তাসবিহ্ পড়তে হয়। এজন্য এ নামাজকে সালাতুৎ তাসবিহ্ বলে। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ তারাবি নামাজের পর রাত সোয়া ১০টায় এ বিশেষ সালাত আদায়ের ব্যবস্থা করা হয়েছে। চার রাকাত নামাজের প্রতি রাকাতে ৭৫ বার করে ৩০০ বার এ তাসবিহ্ পাঠ করতে হবে। পবিত্র হাদিস শরিফে বর্ণিত আছে, জীবনে অন্তত একবার হলেও সালাতুৎ তাসবিহ্ আদায় করা উচিত। এ সালাতের মাধ্যমে জীবনের সব গোনাহ মাফ হয়ে যায়। একাকী এ নামাজ আদায় করতে হয়।

সর্বশেষ খবর