শিরোনাম
বুধবার, ১৩ জুলাই, ২০১৬ ০০:০০ টা

চারজনের অস্বাভাবিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে পৃথক ঘটনায় চারজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তারা হলেন মতিঝিলে জাহাঙ্গীর আলম চৌধুরী (৭০), বংশালে জালাল উদ্দিন (৩৬), গুলশানে হালিম (২৮) ও ক্যান্টনমেন্টে অজ্ঞাত যুবক (২৬)। পুলিশ তাদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠিয়েছে। মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, গতকাল বিকালে দক্ষিণ কমলাপুর ১৫২/১৫৭/এ নম্বর বিশ্বাস টাওয়ারের লিফটের নিচ থেকে ব্যবসায়ী জাহাঙ্গীরের লাশ উদ্ধার করা হয়। তিনি ওই ভবনের ১৬/বি নম্বর ফ্ল্যাটের বাসিন্দা ছিলেন। সোমবার দুপুর থেকে তিনি নিখোঁজ ছিলেন। তিনি অসাবধানতাবশত লিফটের নিচে পড়ে মারা যান। যা ওই ভবনের সিসিটিভির ভিডিও ফুটেজে দেখা গেছে। মৃত জালালের সহকর্মী মামুন বলেন, তারা বংশাল কসাইটুলী এলাকায় একতলা একটি পুরাতন ভবন ভাঙার কাজ করছিলেন। গতকাল সকালে ওই ভবনে কাজ করার সময় ছাদ ধসে পড়লে জালাল নিচে পড়ে। এতে সে গুরুতর আহত হয়। তাকে দ্রুত উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর