সোমবার, ১৮ জুলাই, ২০১৬ ০০:০০ টা

এলডিসির বাণিজ্য বাড়াতে আঙ্কটাডকে পাশে চাই

নিজস্ব প্রতিবেদক

এলডিসির বাণিজ্য বাড়াতে আঙ্কটাডকে পাশে চাই

বাংলাদেশসহ স্বল্পোন্নত (এলডিসি) দেশগুলোর বাণিজ্য বাড়াতে আঙ্কটাডকে পাশে চেয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি গতকাল কেনিয়ার রাজধানী নাইরোবিতে অনুষ্ঠিত আঙ্কটাড সম্মেলনে ‘জি-৭৭ এবং চায়না-এর মন্ত্রী পর্যায়ের সভায়’ এলডিসি গ্রুপের পক্ষে বক্তব্য উপস্থাপনের সময় এ সহায়তা চান। বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

তোফায়েল বলেন, জিএসপি সুবিধাসহ রপ্তানি বাণিজ্য বৃদ্ধির বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে এলডিসিভুক্ত দেশগুলোর আর্থ-সামাজিক উন্নয়নে আঙ্কটাড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আন্তর্জাতিক বিশ্বে এলডিসিভুক্ত দেশগুলোর কল্যাণে গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতা বা অচলাবস্থা দূর করতেও জাতিসংঘের এই সংস্থাটি (আঙ্কটাড) অগ্রণী ভূমিকা পালন করতে পারে। বিশেষ করে অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা আদায়ের মাধ্যমে এলডিসিভুক্ত দেশগুলো রপ্তানি বাণিজ্য বৃদ্ধি করতে পারে।

সর্বশেষ খবর