সোমবার, ১৮ জুলাই, ২০১৬ ০০:০০ টা

সৌদি এয়ারলাইন্সের ৫১ হাজার হজ টিকিট সিন্ডিকেটের দখলে

মোস্তফা কাজল

সৌদি এয়ারলাইন্সের ৫১ হাজার হজ টিকিট সিন্ডিকেটের দখলে

সৌদি এয়ারলাইন্সের চলতি বছরের হজ টিকিট একটি সিন্ডিকেটের দখলে। প্রায় ৫১ হাজার টিকিট হাতেগোনা কয়েকটি ট্রাভেল এজেন্টের হাতে তুলে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ১ হাজার ৭৫৮ জনকে পবিত্র হজ পালনের অনুমতি দিয়েছে সৌদি আরব সরকার। প্রচলিত নিয়মানুসারে মোট হজযাত্রীর শতকরা ৫০ ভাগ রাষ্ট্রীয় বিমান সংস্থা বাংলাদেশ এয়ারলাইন্স এবং অবশিষ্ট যাত্রী সৌদি এয়ারলাইন্স পরিবহন করবে। জানা গেছে, বাংলাদেশের প্রায় চার শতাধিক ট্রাভেল এজেন্ট হজ কার্যক্রমে জড়িত থাকলেও কয়েক দিন আগে সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ মাত্র ২০টি ট্রাভেল এজেন্টকে অগ্রাধিকার দিয়ে প্রায় ৫১ হাজার টিকিট বিক্রির অনুমতি দিয়েছে।

ফলে ওই সব ট্রাভেল এজেন্ট বিভিন্ন হজ এজেন্সির কাছ থেকে টিকিটের নির্ধারিত মূল্যের চেয়ে প্রতি টিকিটে অতিরিক্ত ১৫০ থেকে ২০০ ডলার দাবি করছে। সিন্ডিকেট ব্যবসায়ীদের হাতে টিকিট তুলে দেওয়ার জন্য অতিরিক্ত টাকার বোঝা সাধারণ হজযাত্রীর ওপর বর্তাবে বলে মন্তব্য করেছেন হজ এজেন্সিগুলো। জানা গেছে, হজ এজেন্সিস অব বাংলাদেশের-হাব শীর্ষ নেতারা বুধবার আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ প্রসঙ্গটি উত্থাপন করেন। তারা হাতেগোনা কয়েকটি ট্রাভেল এজেন্টের কাছে অর্ধলাখ হজ টিকিট তুলে দেওয়ার ঘটনায় সৌদি এয়ারলাইন্সের সমালোচনা করেন।

সর্বশেষ খবর