abcdefg
city || Bangladesh Pratidin

শিরোনাম
শিল্প ও আবাসিক বর্জ্যে হালদা নদীর নাভিশ্বাস শিল্প ও আবাসিক বর্জ্যে হালদা নদীর নাভিশ্বাস

দক্ষিণ এশিয়ার বৃহত্তম প্রাকৃতিক মত্স্য প্রজননকেন্দ্র হালদা নদী। কিন্তু বর্তমানে দুই ইউনিয়নের সাতটি খাল হয়ে শিল্প ও আবাসিক বর্জ্য সরাসরি গিয়ে পড়ছে এ নদীতে। ফলে নাভিশ্বাস উঠেছে নদীটির। যার প্রভাব ফেলছে মা মাছের ওপর। এ ছাড়া দূষণে ক্রমশ কমছে চাষাবাদের জমি। দূষিত ‘কালো পানিতে’ ভরা খালও এখন মাছশূন্য।  সঙ্গে  পরিবেশ বিপর্যয় ঘটাচ্ছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার শিকারপুর ও মাদার্শা ইউনিয়নসহ আশপাশের এলাকা। হালদা নদীতে সরাসরি বর্জ্য পড়ে দূষণ করা খালগুলো হলো মাদার্শা ইউনিয়নের খন্দকিয়া, কাঁটাখালী ও মাদারী খাল। এর সঙ্গে আছে শিকারপুর ইউনিয়নের কুয়াইশ, বাথুয়া, হামিদিয়া ও কৃষ্ণখালী খাল। হালদা নদী গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মনজুরুল কিবরিয়া বলেন, হালদা নদীর জন্য এ বছর ছিল মহাবিপর্যয়ের বছর। কারণ অতীতে প্রতি বছরই এ নদীতে মা মাছ মূল ডিম ছেড়েছিল। মনুষ্য…

সর্বশেষ খবর