শুক্রবার, ২২ জুলাই, ২০১৬ ০০:০০ টা

নিরাপত্তাবলয়ে বরিশাল নগরীর ৬০ পুরোহিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল নগরীতে পুরোহিত রয়েছেন ৬০ জন। তাদের বাড়তি নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই ব্যবস্থা নেওয়া হয়েছে নগরীতে বসবাসরত বিদেশিদের জন্যও। এ ছাড়া খুব শিগগিরই নগরীর পাড়া-মহল্লায় সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠন করা হবে। গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভায় এসব তথ্য জানানো হয়। জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে ১৫টি সিদ্ধান্ত কার্যকর করা নিয়ে আলোচনা হয়। সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, বিএমপির সহকারী পুলিশ কমিশনার আজাদ রহমান, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি এস এম ইকবাল প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর