মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬ ০০:০০ টা

১০ হাজার বৃক্ষরোপণ করবে কিশোর পাঠাগার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বিশ্বের শহরগুলোর মধ্যে রাজশাহী বাতাসে মানুষের জন্য ক্ষতিকর ধূলিকণা দ্রুত কমিয়ে আনছে। আর এ সফলতা এনে দিয়েছে সবুজায়ন। সম্প্রতি জাতিসংঘের বরাত দিয়ে যুক্তরাজ্যের প্রভাবশালী পত্রিকা দ্য গার্ডিয়ান এ তথ্য প্রকাশ করেছে। এরই ধারাবাহিকতায় কেন্দ্রীয় কিশোর পাঠাগার রাজশাহী মহানগরীতে ১০ হাজার গাছের চারা রোপণের কর্মসূচি নিয়েছে। সেই লক্ষ্য গতকাল হাউজিং এস্টেট উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২০০ ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণের মধ্যে দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন, সামাজিক বন বিভাগের কর্মকর্তা ইমরান আহমেদ। কেন্দ্রীয় কিশোর পাঠাগারের প্রতিষ্ঠাতা সোহাগ আলীর সভাপতিত্বে শিক্ষক সাইদুল ইসলাম, ১৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর