বুধবার, ১০ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

৭০ অবৈধ স্থাপনা উচ্ছেদ জরিমানা ১৭ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক

পুরান ঢাকা, রাজধানীর কাফরুল ও মোহাম্মদপুরে র‌্যাবের ভেজালবিরোধী অভিযানে ছয়জনকে সাজা এবং মোট ১৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশন উত্তরা এলাকার ৭০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। গতকাল পুরান ঢাকার দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, স্বামীবাগ ও টিকাটুলিতে ভেজাল লুব্রিকেন্ট তেল বিক্রির অপরাধে দুজনকে এক বছরের কারাদণ্ড দিয়েছে র‌্যাব-১০ এর ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে আরও তিনজনকে মোট ১৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে মজুদ রাখা প্রায় ৩০ লাখ টাকার ভেজাল লুব্রিকেন্ট তেল জব্দ করা হয়। র‌্যাব-১০ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলমের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। রাজধানীর কাফরুল ও মোহাম্মদপুর এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিনের নেতৃত্বে আরও একটি অভিযানে আটক চারজনকে তিন লাখ টাকা জরিমানা করেন। এদিকে আরেক অভিযানে ৭০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ, ৮ হাজার টাকা জরিমানা ও একটি রেস্টুরেন্ট সিলগালা করা হয়।

সর্বশেষ খবর