শনিবার, ২০ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

চট্টগ্রামে সবজির বাজারে স্বস্তি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে সবজির বাজারে স্বস্তি

বাজার দর

চট্টগ্রামের কাঁচাবাজারে গত সপ্তাহে প্রতি কেজি ঢেঁড়স, চিচিঙ্গাসহ এ জাতীয় বেশ কিছু সবজির দাম ছিল ৫০ টাকা কেজি। গতকাল তা বিক্রি হয়েছে ৪০ টাকায়। সবজির দাম তুলনামূলক কম হওয়ায় বাজারে ক্রেতাদের স্বস্তি মিলছে। নগরের রেয়াজুদ্দিন বাজার, কাজিরদেউড়ি কাঁচাবাজার, বহদ্দারহাট কাঁচাবাজার ও কর্ণফুলী কাঁচাবাজারে খোঁজ নিয়ে এ তথ্য পাওয়া গেছে। বিক্রেতারা বলছেন, গত সপ্তাহে মাঝারি বর্ষণের কারণে বাজারে সবজির দাম কিছুটা বৃদ্ধি পায়। কিন্তু এ সপ্তাহে ভারী বর্ষণ না হওয়ায় বিভিন্ন  রকমের সবজির দাম নিম্নমুখী। বৃষ্টি না হওয়ায় বাজারে প্রচুর পরিমাণ কাঁচা তরকারি সরবরাহ হয়েছে। বহদ্দারহাট কাঁচাবাজারের সবজি বিক্রেতা কামরুল ইসলাম বলেন, গত সপ্তাহের তুলনায় সবজির দাম প্রতি কেজিতে পাঁচ-দশ টাকা কমেছে। আবহাওয়া ভালো থাকলে এ সপ্তাহেও দাম কম থাকবে।

এদিন বাজারে প্রতি কেজি ঢেঁড়স, চিচিঙ্গা, ঝিঙে ও পটল বিক্রি হয়েছে ৩৫-৪০ টাকায়। এসব সবজি গত সপ্তাহে বিক্রি হয়েছিল ৫০ টাকায়। বরবটি ও বেগুন বিক্রি হয়েছে ৫০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ৬০ টাকা। প্রতি কেজি পেঁপে, লাউ, কচু বিক্রি হয়েছে ৩০ টাকায়। গত সপ্তাহে কাঁচামরিচ বিক্রি হয়েছিল ৬০ টাকায়, গতকাল বিক্রি হয়েছে ৩৫-৪০ টাকায়। মাছ বিক্রি হয়েছে আগের দামেই। রুই মাছ মিলেছে মানভেদে প্রতি কেজি ১৮০-১৪০, তেলাপিয়া ১২০-১৬০, বাগদা চিংড়ি ৬০০ টাকায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর