শনিবার, ২০ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

রমেকের হৃদরোগ বিভাগ অসুস্থ

শাহজাদা মিয়া আজাদ, রংপুর

রমেকের হৃদরোগ বিভাগ অসুস্থ

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের হৃদরোগ বিভাগ নিজেই হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েছে। লক্কড়ঝক্কড় পুরনো যন্ত্রপাতি দিয়ে চলছে রোগীর সেবা। প্রতিদিন শয্যা সংখ্যার দ্বিগুণ রোগী ভর্তি থাকছেন। অতিরিক্ত রোগীকে থাকতে হচ্ছে মেঝেতে। খোঁজ নিয়ে আরও জানা গেছে, সর্বাধুনিক সব প্রযুক্তির যন্ত্র দিয়ে সাজানো হৃদরোগ বিভাগের নতুন ভবনটি ছয় মাসেও চালু করা সম্ভব হয়নি। কবে নাগাদ চালু হতে পারে সে বিষয়েও নির্দিষ্ট করে বলতে পারছেন না হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের পরিচালক আ স ম বরকতুল্লাহ বলেন, হৃদরোগ বিভাগের সমস্যা সমাধানে ও চিকিৎসক সংকট দূর করতে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বরাবরে একাধিকবার চিঠি পাঠানো হয়েছে। কোনো ফল হচ্ছে না। নতুন ভবনটি স্বাস্থ্যমন্ত্রী উদ্বোধন করবেন। তিনি সময় দিতে পারছেন না বলে ভবনটি চালু করা যাচ্ছে না।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ৪৬ শয্যার পুরনো হৃদরোগ বিভাগে গড়ে প্রতিদিন ১০০ রোগী ভর্তি থাকেন। স্থানসঙ্কুলান না হওয়ায় অতিরিক্ত রোগী মেঝেতে ঠাঁই নেন। তিনটি ইকো-কার্ডিয়াক যন্ত্রের দুটিই দীর্ঘদিন ধরে নষ্ট রয়েছে। ১২টি মনিটরের ১০টিই বিকল। তিনটি ইসিজি যন্ত্র চালু থাকলেও মেয়াদোত্তীর্ণ হওয়ায় মাসের বেশির ভাগ সময় সেগুলো অচল থাকে। এ ছাড়া একজন অধ্যাপক, একজন রেজিস্ট্রার ও দুজন সহকারী রেজিস্ট্রারের পদ দীর্ঘদিন ধরে শূন্য। একজন সহযোগী অধ্যাপক, দুজন সহকারী অধ্যাপক ও দুজন সহকারী রেজিস্ট্রার দিয়ে কোনো রকমে চলছে চিকিৎসা কার্যক্রম। বাড়তি লোকবল নিয়োগ ছাড়া ৫০ শয্যার নতুন হৃদরোগ ভবনটি চালু করা হলে বিভাগের চিকিৎসা কার্যক্রমই ভেঙে পড়বে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর