শনিবার, ২০ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

অনুমোদনহীন বিলবোর্ড না সরালে মামলা

———— আনিসুল হক

নিজস্ব প্রতিবেদক

অনুমোদনহীন বিলবোর্ড, ব্যানার, পোস্টার নিজ উদ্যোগে সরিয়ে না নিলে মামলা করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। তিনি বলেন, “আমরা ‘গ্রিন’ (সবুজ) ও ‘ক্লিন’ (পরিচ্ছন্ন) ঢাকা প্রকল্প নিয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছি। এতে সবচেয়ে বড় সমস্যা রাজনৈতিক বিলবোর্ড, ব্যানার ও পোস্টার। এখনো বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন টাঙাচ্ছেন। একে আর প্রশ্রয় দেওয়া হবে না। তারা স্বেচ্ছায় সেসব সরিয়ে না ফেললে উচ্ছেদ করা হবে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।” গতকাল গুলশানে সিটি করপোরেশনের নতুন ভবনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আনিসুল হক বলেন, গত বছর দায়িত্ব নেওয়ার পর  অবৈধ বিলবোর্ড অপসারণের কাজ শুরু করা হয়েছে। ইতিমধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকা থেকে প্রায় ২০ হাজার অবৈধ বিলবোর্ড ও ৭০ হাজার ব্যানার-ফেস্টুন উচ্ছেদ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর