শনিবার, ২০ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

রাজধানীতে ৫০ কোটি টাকার সরকারি জমি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বিজয়নগরে প্রায় ৫০ কোটি টাকা মূল্যের অবৈধ দখলকৃত সরকারি জমি উদ্ধার করেছে ঢাকা জেলা প্রশাসন। গতকাল সকালের এ অভিযানে ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন, রেভিনিউ ডেপুটি কালেক্টর খন্দকার মুশফিকুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) রমনা সার্কেল শফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদপুর সার্কেল তোফাজ্জল হোসেন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী প্রমুখ উপস্থিত ছিলেন। ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহীদুল ইসলামের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে ঢাকা জেলা প্রশাসন। এতে পুলিশ ও র‌্যাব সহযোগিতা করেছে জানিয়ে শহীদুল ইসলাম বলেন, অবৈধ দখল থেকে উদ্ধারকৃত এ ভূমি সরকারের রমনা মৌজার ১ নং খাস খতিয়ানের ১৭০৯ নং দাগের অন্তর্ভুক্ত।  সিএস আরএস ও সিটি জরিপে এটি সরকারের নামে। ঢাকা জেলা প্রশাসনের সরকারি জমি উদ্ধারের জন্য নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর