শনিবার, ২০ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

রামপাল বিদ্যুৎ কেন্দ্র বাতিল আন্দোলন বেগবানের আহ্বান

নিজস্ব প্রতিবেদক

শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সুন্দরবন রক্ষার লড়াইয়ে শামিল হতে তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন সুন্দরবন রক্ষা  জাতীয় কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সুলতানা কামাল। আর এজন্য রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বাতিলের আন্দোলন আরও বেগবান করার আহ্বান জানিয়েছেন তিনি।

গতকাল রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত ‘রামপালে কী হচ্ছে? উন্নয়ন, পরিবেশ ও গণতন্ত্রের প্রশ্ন’ শীর্ষক প্রশ্নোত্তর ও আলোচনা সভায় সুলতানা কামাল এসব কথা বলেন।

গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ অধ্যয়ন কেন্দ্র আয়োজিত এ সভায় রামপাল প্রকল্পের কারিগরি, পরিবেশ ও অর্থনৈতিক দিক নিয়ে বিশেষজ্ঞরা আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে অংশ নেন।

সুলতানা কামাল আরও বলেন, তরুণদের মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে রামপাল প্রকল্প বাতিল ও সুন্দরবন রক্ষার আন্দোলনে যুক্ত হতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর