বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

ঈদে যানজট রুখতে এবারও স্কাউটরা থাকবেন

নিজস্ব প্রতিবেদক

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, আসন্ন কোরবানির ঈদে ঘরে ফেরা মানুষের চলাচল নিরাপদ করতে রাজধানীর বিভিন্ন পয়েন্টসহ মহাসড়কের যানজটপ্রবণ গুরুত্বপূর্ণ স্থানে রোভার স্কাউটের এক হাজার সদস্য কাজ করবেন। একই সঙ্গে তারা সড়কের আশপাশে যেসব পশুরহাট বসবে সেগুলোতে দায়িত্ব পালন করবেন। গত ঈদেও রোভার স্কাউটের এক হাজার সদস্য যানজট নিরসনে কাজ করেছিলেন। মন্ত্রী গতকাল সচিবালয়ে সড়ক বিভাগের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। ঢাকা মহানগরী ও পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসন ও পরিবহন ব্যবস্থাপনায় ২০ বছর মেয়াদি সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনা বা আরএসটিপির বিষয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এম এ এন ছিদ্দিকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ওবায়দুল কাদের বলেন, রোভার স্কাউটের সদস্য পুলিশকে সহযোগিতা করবেন।

সর্বশেষ খবর