শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

টেক্সটেক এক্সপোতে মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক

প্রায় ২৫ হাজার দেশি-বিদেশি উৎসবমুখর দর্শনার্থীর পদভারে প্রাণবন্ত হয়ে উঠেছে সপ্তদশ টেক্সটেক বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো-২০১৬। প্রদর্শনী শুরুর পর গতকাল সন্ধ্যা পর্যন্ত দর্শনার্থীর ঢল নামায় খুশি অংশগ্রহণকারী দেশি-বিদেশি প্রতিষ্ঠানগুলো। বস্ত্র ও পোশাকশিল্প-সংশ্লিষ্টরা নিত্য-নতুন অত্যাধুনিক সব মেশিনারিজ, কেমিক্যাল, এক্সেসরিজ, উপাদানের সম্ভার, ফেব্রিক্সসহ সব ধরনের প্রযুক্তির সঙ্গে পরিচিত হচ্ছেন। টেক্সটেকে অংশ নিতে আসা কয়েক হাজার বিদেশি নাগরিকের সরব উপস্থিতিতে রাজধানীর তারকা হোটেলগুলোও জমজমাট। রাজধানীর কুড়িলের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা—আইসিসিবিতে আন্তর্জাতিক ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড’—সেমস গ্লোবাল আয়োজিত চার দিনের টেক্সটেকের সমাপ্তি আজ সন্ধ্যায়। তিন দিনে প্রায় ২৫ হাজার দর্শনার্থী এসেছেন।

সর্বশেষ খবর