শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শেষ

নিজস্ব প্রতিবেদক

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শেষ

ঈদুল আজহার পাঁচ দিনের অগ্রিম টিকিট বিক্রি শেষ হয়েছে। রাজধানী থেকে বিভিন্ন গন্তব্যের ৩১টি আন্তঃনগর ট্রেনের প্রায় ১ লাখ ১০ হাজার টিকিট বিক্রি হয়েছে। গতকাল বিক্রির শেষ দিনে ভিড় কম ছিল। সকাল ৯টার মধ্যে কমলাপুর রেলস্টেশনে চট্টগ্রামের তূর্ণা নিশীথা, মহানগর এক্সপ্রেস, চট্টলা এক্সপ্রেস ও নোয়াখালীর উপকূল এক্সপ্রেসের টিকিট শেষ হয়ে যায়। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদযাত্রায় প্রতিদিন কমলাপুর থেকে ৬৯টি ট্রেন ছেড়ে যাবে। ১ হাজার ছয়টি কোচের সঙ্গে নতুন ১৪০টি যুক্ত হয়েছে। নিয়মিত চলাচলকারী ২০২টি ইঞ্জিনের সঙ্গে যুক্ত হয়েছে নতুন ১৮টি ইঞ্জিন। এর ফলে এবার সারা দেশে প্রতিদিন প্রায় দুই লাখ ৬০ হাজার যাত্রী পরিবহন করা যাবে। রেল ভবনে একটি কন্ট্রোল রুম চালু থাকবে। ৭ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত সুন্দরবন, উপকূল ও বিজয় এক্সপ্রেস ছাড়া অন্য আন্তঃনগর ট্রেনগুলোর সাপ্তাহিক বিরতি থাকবে না। ঈদের তিন দিন আগে থেকে ঈদের পরের সাত দিন তিন জোড়া করে বিশেষ ট্রেন চলবে। গতকাল রেলমন্ত্রী মো. মুজিবুল হক কমলাপুর রেলস্টেশনে ঢাকা-সিলেট পারাবত এবং ঢাকা-দেওয়ানগঞ্জ রুটের তিস্তা ট্রেনের নতুন বগি উদ্বোধন করেন।

সর্বশেষ খবর