শিরোনাম
শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

জঙ্গিবাদ নিশ্চিহ্ন করা সম্ভব : র‌্যাব ডিজি

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

র‌্যাব মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, আস্থার সঙ্গে বলতে চাই বাংলাদেশ থেকে জঙ্গিবাদ নিশ্চিহ্ন করা সম্ভব। র‌্যাবের যেসব সদস্য রয়েছে, তাদের দেশ প্রেমের কারণে জঙ্গিবাদকে নিশ্চিহ্ন করতে পারব। র‌্যাব-১১ এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জের আদমজীর র‌্যাব-১১ এর সদর দফতরে বৃহস্পতিবার রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের বক্তৃতায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন। র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে র‌্যাব ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। টিভি উপস্থাপক ইমাম হাসান সৌরভের উপস্থাপনায় অনুষ্ঠানে র‌্যাবের ডিজি আরও বলেন, আমি এক সংবাদ সম্মেলনে বলেছিলাম, প্রয়োজনে দেশের প্রতিটি ইঞ্চি ইঞ্চি খুঁজে এদের ধ্বংস করা হবে। আজকের  অঙ্গীকার হোক, জঙ্গি কার্যক্রম এ দেশ থেকে নিশ্চিহ্ন করা। সাংস্কৃতিক অনুষ্ঠানে র‌্যাব সদস্যদের পাশাপাশি জনপ্রিয় সংগীতশিল্পী কণা, নকুল কুমার বিশ্বাস, রুপম, মোমি, মৌসুমীসহ অন্য শিল্পীরা অংশ নেন।

সর্বশেষ খবর