শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

মানুষ মারার জন্যই ভারতের ফারাক্কানীতি

মুফতি ফয়জুল করীম

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ‘শুষ্ক মৌসুমে যখন আমাদের পানির চাহিদা থাকে তখন ভারত ফারাক্কার পানির ন্যায্য হিস্যা দেয় না। অথচ বর্ষা মৌসুমে যখন আমাদের পানির প্রয়োজন থাকে না তখন তারা ফারাক্কার সব গেট খুলে দিয়েছে। দেশের মানুষ মারার জন্যই ভারতের এই ফারাক্কানীতি।’ গতকাল পুরানা পল্টনে ঢাকা মহানগরী উত্তরের ত্রৈমাসিক থানা দায়িত্বশীল তারবিয়াতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

নগরীর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও সেক্রেটারি মুহাম্মদ মুশাররফ হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, কেন্দ্রীয় নেতা আনোয়ার হোসেন, আলহাজ হারুনুর রশিদ, মাওলানা আরিফুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ খবর